হোটেলে অবৈধভাবে বিদেশি মদ রাখার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আসছে ২৩ মে পর্যন্ত সময় পেলেন রেইট্রির মালিক। বুধবার তাদের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নোটিশের জবাব দেয়ার দিন ঠিক ছিলো। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে এক মাসের সময় আবেদন করেন রেইরট্রি মালিক।
তবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে দেয়া আবেদনের সঙ্গে মালিকের অসুস্থতা সম্পর্কিত কোনও ব্যবস্থাপত্র জমা দেয়নি হোটেল কর্তৃপক্ষ।
এর আগে গেলো ১৪ মে হোটেলে অবৈধ মদ রাখার বিষয়ে ১৭ মে বুধবার বেলা ১১টায় শুল্ক গোয়েন্দার কার্যালয়ে এসে জবাব দিতে বলা হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হোটেলটির মালিক মো. জাহাঙ্গীর কবির ও রিয়াজ আহেমদ আইনজীবীর মাধ্যমে একমাসের সময় চান।
বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর থেকে আলোচনায় আসে হোটেল রেইনট্রি। এরপর সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
গেলো ১৩ মে রেইনট্রি হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা সেখানে অবৈধ কোনো কিছু পায়নি বলে জানায়। এর একদিন পর ১৪ মে শুল্ক গোয়েন্দাদের অভিযানের সময় হোটেল থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
কিন্তু কর্তৃপক্ষ উদ্ধার হওয়া বিদেশি মদের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। তাই ১৭মে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হয়ে এর জবাব দিতে চিঠি পাঠায় সংস্থাটি।
গেলো ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ করেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার বন্ধু নাঈম। এসময় তাদের সহযোগীতা করেন সাদমানসহ অন্য ৩ জন।
এর ৪০ দিন পর গেলো ৬ মে এঘটনায় বনানী থানায় মামলা করেন দুই তরুণী। এর পর থেকে সারা দেশে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আসামিদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
এইচটি/ এমকে